পাবনা

চাটমোহরে সাংবাদিকদের সাথে মেজর জেনারেল (অব.) ফসিউর রহমানের মতবিনিময়

  আফতাব হোসেন  ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৮:০৭

মতবিনিময়কালে বক্তব্য রাখছেন মেজর জেনারেল (অব.) ড. ফসিউর রহমান। ছবি : আফতাব হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সংসদ সদস্য (এমপি) পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) ড. ফসিউর রহমান বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন।
মতবিনিময়কালে ড. ফসিউর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি চাটমোহরের মানুষ। এ অঞ্চলের মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। আমি মানুষের কল্যাণে ও সেবাদানে কাজ করছি। আগামীতে আরো কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বিশ্বে একটি আসন করে নিয়েছেন। তিনি অসাধ্যকে সাধন করেছেন। পদ্মা সেতুর মতো একটি স্থাপনা তৈরি করে প্রধানমন্ত্রী বিশ্বকে জানান দিয়েছেন, আমাদের আর পেছনে থাকার সময় নেই।
তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার দীর্ঘ সময়ের সম্পর্ক। আমি চাই এলাকার উন্নয়নে সাংবাদিকরাও ভূমিকা রাখুক।
মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, মনোনয়ন বোর্ডে আমার নাম গেলে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি। আমি মাঠে নেমেছি। আপনাদের সহযোগিতা চাই।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক ইকবাল কবীর রঞ্জু, পবিত্র তালুকদার, সঞ্জিত সাহা কিংশুক, শামীম হাসান মিলন প্রমূখ।