• Uncategorized

    টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

      সবুজ আলো ডেস্ক 17 June 2023 , 8:49:24

    ছবি : সংগৃহীত

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (১৭ জুন) ঢাকার মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে  ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টিম টাইগার। টেস্ট ক্রিকেটে এটি শুধু টাইগারদের বড় জয়ই নয়, ১৯৩৪ সালের পর ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে এটিই তৃতীয় সর্বোচ্চ রান।

    রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি ইংল্যান্ডের। ১৯২৮ সালে নভেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানের বিশাল জয় পায় ইংলিশরা। তারপর দ্বিতীয় বড় জয়টি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের সাথে ৫৮০ রানের বিরাট জয় আছে দলটির। সেটা ১৯৩৪ সালের আগস্ট মাসে লন্ডনের ওভাল জয় আসে তাদের। এখন তৃতীয় বড় জয়টি বাংলাদেশের। এতকাল তৃতীয় জয়টি ছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯১১ সালে মেলবোর্ন মাঠে ৫৩০ রানের বড় জয় ছিল অসিদের। আজ আফগানদের বিপক্ষে ৫৪৬ রানে জিতে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে তৃতীয় জয়টি নিজেদের করে নিল লিটন দাসের দল।

    আগে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০০৫ সালের জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সে টেস্টে ২২৬ রানে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় বড় জয়টিও (২২০ রানে) জিম্বাবুয়ের সাথে, ২০২১ সালের জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এছাড়া ঘরের মাঠে ২০১৮ সালের নভেম্বরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম জিম্বাবুয়েকে ২১৮ রানে হারানোর রেকর্ডও ছিল টাইগারদের।

    আর ২০১৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারের রেকর্ডও ছিল টাইগারদের। সে সব ব্যর্থতা ঝেড়ে মুছে এবার আফগানদের রান পাহাড়ের নিচে চাপা দিলো টাইগারর।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২

    আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬

    বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা

    আফগানিস্তান ২য় ইনিংস: ১১৫ (আগের দিন ৪৫/২) (রহমত ৩০, শাহিদি ১৩ আহত অবসর, জামাল ৬, জাজাই ৬, বাহির ৭, জানাত ১৮, হামজা ৫, আহমাদজাই ১, মাসুদ ৪*, জাহির ৪ আহত আউট; শরিফুল ১০-১-২৮-৩, তাসকিন ৯-২-৩৭-৪, তাইজুল ৫-১-১৯-০, মিরাজ ২-০-৫-০, ইবাদত ৭-২-২২-১)

    ফল: বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী

    ্যান অব দা ্যাচ: নাজমুল হোসেন শান্ত