দেশজুড়ে

তাড়াশে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৩ , ২:০৮:২৯

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি, তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম, উপজেলা কৃষি অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, গাজী সাইদুর রহমান সাজু ও এস এম আব্দুর রাজ্জাক সহ আরো অনেকেই।