• Uncategorized

    তাড়াশে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে 17 March 2023 , 2:32:36

    সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

    শুক্রবার (১৭ মার্চ) সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

    এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক রজত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।