• Uncategorized

    বিএনপির ছেড়ে দেওয়া সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে ভোট ২০ মার্চ

      নিউজ ডেস্ক 19 February 2023 , 11:22:30

    বিএনপির ছেড়ে দেওয়া সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন (সংরক্ষিত নারী আসন-৫০) আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। বিএনপির একমাত্র সংরক্ষিত আসনের সংসদ ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

    নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২০ মার্চ। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।