প্রচ্ছদ » পাবনা » ভাঙ্গুড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজন নিহত
ভাঙ্গুড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজন নিহত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
১ জুন ২০২৩ , ১০:১২:৪৫
পাবনার ভাঙ্গুড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে মোবারক হোসেন মন্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে এঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। তাঁর স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে , আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে মোবারক হোসেন তাঁর নিজের আম গাছ থেকে আম পাড়ছিলেন। হঠাৎ আম গাছের ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান।এ সময় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে মন্ডতোষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আফছার আলী জানান, গাছ থেকে আম পাড়তে গিয়ে হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় ।