• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় সরকারি চাল জব্দ, আ.লীগ নেতাকে অর্থদন্ড

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 18 October 2023 , 6:17:41

    পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচীর ১২ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজা উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে সরকারি চাল মজুত রাখা আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।এসময় সেখান থেকে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল মজুত রাখার দায়ে আওয়ামী লীগ নেতা রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, সরকারি চাল মজুতের দায়ে রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় সেখান থেকে ১২ বস্তা চাল জব্দ করা হয়।