• Uncategorized

    ভাঙ্গুড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ

      সবুজ আলো প্রতিবেদক 17 June 2023 , 9:27:14

    পাবনার ভাঙ্গুড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুমানা আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

    উপজেলার চকদিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মোট ২৫ জন দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুমানা আক্তার জানান, পুষ্টির চাহিদাপূরণ ও পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকারের পাইলট প্রকল্প হিসেবে সারা দেশে ৩০০ উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়। এর মধ্য উপজেলার চকদিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির মোট ১৮২ জন শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলি করে দুধ খাওয়ানো হবে।