• Uncategorized

    সড়ক দুর্ঘটনায় মৃত্যু’র সাথে পাঞ্জা লড়ছে আটঘরিয়ার চঞ্চল

      মাসুদ রানা 5 February 2023 , 10:01:26

    দুর্ঘটনায় গুরুত্বর আহত চঞ্চল। ছবি : মাসুদ রানা

    ঢাকা-গাজীপুর সড়কের দুইটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার চঞ্চল গুরুতর আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে শফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    তার অবস্থা অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ১০৩ নং ওয়ার্ডে ৩৮ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত তিনটার সময় চান্দ্ররা জোড়া পাম্পের সামনে।

    আহত চঞ্চলের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান ওরফে রহম উদ্দিন।

    জানা গেছে, ওইদিন রাত তিনটার দিকে ঢাকা থেকে মিনি ট্রাক যোগে টাইলস নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা দেয় চঞ্চল। এসময় অপর দিক থেকে আসা আরেকটি মিনি ট্রাককে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।