• Uncategorized

    সুজানগরে কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল উধাও!

      সবুজ আলো ডেস্ক 8 June 2024 , 10:07:08

    আড়াই মাসের ব্যবধানে পাবনায় আবারো কবরস্থান থেকে কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এবার জেলার সুজানগর উপজেলার চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল উধাও হয়েছে। শুক্রবার (৭ জুন) দিনগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো উধাও হয়।

    স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার (৮ জুন) সকালে কয়েকজন শ্রমিক চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যায়। এ সময় তাঁরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পায়। যেখানে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

    সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের।

    সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘কবরস্থান থেকে কঙ্কাল উধাওয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে আলামত পরিস্থিতি দেখে কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

    এর আগে চলতি বছরের গত ১৯ মার্চ ভোররাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও হয়। সে ঘটনার এখন পর্যন্ত রহস্য উদঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।