মো. মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) প্রতিনিধি : ২৭ এপ্রিল ২০২৩ , ৫:৫৭:২১
পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।