• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়াই আমাদের লক্ষ্য – তাড়াশে নিবার্চন কমিশনার রাশেদা সুলতানা

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) : 12 July 2023 , 6:07:09

    বক্তব্য রাখছেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

    নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়াই আমাদের লক্ষ্য।নিবার্চনী আচরন বিধি মেনে সকল প্রার্থীকে প্রচারনা করতে হবে। আশা করি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।’

    আজ বুধবার (১২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশে আগামী ১৯ জুলাই পৌরসভা নিবার্চনকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগনের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

    তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদ সুলতানা বলেন,আশা করি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। ইভিএম এ রেজাল্ট পরিবর্তনের সুযোগ নেই। কেন্দ্রেই রেজাল্ট দেওয়া হবে। এছাড়া নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিপিএম, পিপিএম (বার), রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম।

    আরো বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম, উল্লাপাড়া সার্কেল অমৃত কুমার সূত্রধর, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মুজিবুল আলম ।

    এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীগনের মধ্যে বক্তব্য, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোকসানা খাতুন, আমিনা খাতুন, সুফিয়া খাতুন, সাধারণ কাউন্সিলর প্রার্থী সাহাবার হোসেন খাঁন, কামাল হোসেন মওদুদ আহমেদ, মেয়র প্রার্থী আওয়ামীলীগ মনোনিত আব্দুর রাজ্জাক ,স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ, মোঃ শহিদুল ইসলাম ও আল-আমিন হোসেন।

    মতবিনিময় সভায় সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি।

    প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।