পাবনা

আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদস্য সম্মিলন

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১৯ জুন ২০২৪ , ১০:১৪:৪৮

বক্তব্য রাখছেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ গালিব

পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে আটঘরিয়া সরকারি  মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মেডিসিন বিভাগ ও অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট বারডেম হাসপাতালের প্রফেসর ডা. খাজা নাজিম উদ্দীন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো; শরিফুল ইসলাম, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আশরাফ আলী, সহকারী শিক্ষক নারগিস খন্দকার লিখি।

উক্ত অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২৩০ জন, এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৩০ জন এবং নতুন নিয়োগ প্রাপ্ত ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।