• Uncategorized

    আটঘরিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

      সবুজ আলো অনলাইন 9 February 2023 , 5:53:22

    পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন ও  পারখিদিরপুর ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ হাবিবুর রহমান খান।

    দিনভর ২৫ টা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

    এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

    পুরো অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক মোঃ মোস্তাছিম বিল্লাহ ।