পাবনা

আটঘরিয়ায় জাতীয় বীমা দিবস পালিত 

  সবুজ আলো অনলাইন ১ মার্চ ২০২৩ , ২:৪০:৩৪

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,  প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন,  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এসইউএম মো: অছিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান, পপুলার লাইফ ইন্সিওরেন্সের জিএম কাজী আজহারুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপক নুরুন্নাহার আক্তার। এসময় সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।