প্রচ্ছদ » Uncategorized » আটঘরিয়ায় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ; পাবনা মিতালি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
আটঘরিয়ায় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ; পাবনা মিতালি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
30 September 2023 , 8:53:11
খেলা শেষে পুরস্কার বিতরণের মুহুর্ত।
পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়ায় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে পাবনা মিতালি ফুটবল স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে চাটমোহরের পাঁচুরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সড়াবাড়িয়া যুব সংঘের আয়োজনে ও সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
দেলোয়ার বিশ্বাসের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, আওয়ামী লীগ নেতা বকুল বিশ্বাস, যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাবনা মিতালি স্পোর্টিং ক্লাবের রুবেল আহমেদ।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন আফসিন ডেসা। সহকারি রেফারি ছিলেন মো: দিপু ও জামিল আখতার।
ধারাবর্ণনায় ছিলেন সাবেক ফুটবলার মোকাররম হোসেন ও ডা: তোজাম্মেল হোসেন।