Uncategorized

আটঘরিয়ায় প্রশাসনের অভিযানে চায়না জাল ধ্বংস

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 15 October 2023 , 9:58:49

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের গাব বিলে অভিযান চালিয়ে প্রায় ২০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাব বিল এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা।

অভিযান পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যগণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন ডিমওয়ালা মাছ ডিম ছাড়ছে আর সেই ডিমওয়ালা মাছ ও পোনা যদি ধরা হয় তাহলে দেশীয় প্রজাতির মাছ কমে যাবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্যই আমাদের এই অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম  জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে, তার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।