আটঘরিয়ায় মাধ্যমিক শিক্ষকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নিউজ ডেস্ক
18 December 2023 , 9:43:42
পাবনার আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭ দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী।
৮ম ও ৯ম শ্রেণির ১০টি বিষয়ে ৪৮২ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৩০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণর জন্য পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকদের বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করছেন।
এ সময় আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, পাবনা জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মিয়া মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।