Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Crime
প্রচ্ছদ » Crime » ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল শিশুর লাশ
ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল শিশুর লাশ
সবুজ আলো ডেস্ক
6 July 2024 , 10:14:39
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পরিত্যক্ত ভবনের জঙ্গলে মিলল জিহাদ হোসেন নামে এক শিশুর লাশ।
শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে একটি পরিত্যক্ত ভবনের জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিহাদ হোসেন মুর্শিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে তেঁতুলতলার পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাতেই ওই শিশু নিখোঁজ হওয়ায় ঈশ্বরদী থানায় একটি জিডি করে তার পরিবার।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।