• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬২৩

      নিউজ ডেস্ক 15 July 2023 , 10:11:07

    0Shares

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০০ জন মারা গেলেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৫৪ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৭০৯ জন।

    বিদায়ী বছরে (২০২২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

    সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে দেশের ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা ধরন পাল্টেছে। এ অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। চলতি বছরের জুন মাস পর্যন্ত যত জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, দেশের ইতিহাসে কখনোই ছয় মাসে এত আক্রান্ত হয়নি।

    কীটতত্ত্ববীদরা বলছেন, বড় ভয় ডেঙ্গুর মূল মৌসুম আগস্ট-সেপ্টেম্বর মাস ঘিরে। আক্রান্তের ভয়াবহতা এমনভাবে বাড়তে থাকলে মহামারি আকার ধারণ করতে পারে ডেঙ্গু।