আন্তর্জাতিক

গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে দক্ষিণ আফ্রিকায় নিহত ১০

  সবুজ আলো ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২২ , ২:৪৮:০৬

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার উত্তর জোহানেসবার্গে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪০ জন। শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, ট্যাঙ্কারটিতে ৬০ হাজার লিটার এলপিজি গ্যাস ছিল। এগুলো দেশটির দক্ষিণ-পূর্ব দিক থেকে আনা হচ্ছিল।

জরুরি সেবা বিভাগের মুখপাত্র উইলিয়াম ন্টলাদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা হঠাৎ কল পাই যে একটি গ্যাস ট্যাঙ্কার সেতুর নিচে আটকে আছে। এরপরই আগুন নেভানোর জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়।

তিনি বলেন, এ ঘটনায় ট্যাঙ্কারটির ড্রাইভারসহ ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।