• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

      নিউজ ডেস্ক 7 March 2023 , 11:47:36

    পাবনার চাটমোহরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

    চাটমোহর উপজেলা প্রশাসন ৭ মার্চ উপলক্ষে দু’দিনের কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সোমবার (৬ মার্চ) দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চিত্রাংকন, সঙ্গীত, কুইজ, নৃত্য, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। এসকল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে  বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আঃ হামিদ মাস্টারসহ অন্যরা, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলসহ সরকারি কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। পরে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

    উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ মমতাজ মহল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন চাটমোহর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

    এদিকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চাটমোহর থানা পুলিশ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর পৌরসভা।

    বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ। ছিল ৭ই মার্চের ভাষন প্রচার।

    এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।