সবুজ আলো অনলাইন 5 January 2023 , 12:01:40
পাবনার চাটমোহরে ‘নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ দুলাল।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে খাদ্য নিরাপদ রাখতে পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি ও উপকরণ ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আব্দুল লতিফ, মো. বকুল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।