Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
নিউজ ডেস্ক
27 January 2024 , 1:37:57
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদৎ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে কাজ করছে তারা। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) পাবনা জেনারেল হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হবে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়ির গোয়ালঘর থেকে তার স্ত্রী লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।