• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

      সবুজ আলো ডেস্ক 23 April 2023 , 10:35:36

    পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় শাহ আলম (৪২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাটমোহর-হান্ডিয়াল সড়কের বল্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলমের বাড়ি উপজেলার বাঘলবাড়ি কৈ গ্রামে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহ আলম ভ্যান নিয়ে বাঘলবাড়ি কৈ এলাকা থেকে হান্ডিয়াল বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে বল্লভপুর এলাকায় পৌঁছালে তাঁর ভ্যানের এক্সেল ভেঙে রাস্তায় পড়ে যায়। এ সময় মান্নাননগর থেকে চাটমোহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে শাহ আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহ আলমের।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’