Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করলো সরকার
সবুজ আলো ডেস্ক
23 February 2024 , 7:59:27
চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। এর কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।
অর্থাৎ নতুন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত পূর্বের দামই বহাল থাকল। বর্তমানে বাজারে সরকার নির্ধারিত চিনির দাম কেজি প্রতি ১৪০ টাকা।
বৃহস্পতিবার রাতে শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিদ্ধান্ত থেকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।’
এর আগে এদিন বিকালে কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছিল চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইস)। পরে রাতের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। ফলে কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।