Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Financial
জিআই স্বীকৃতি দিতে ৫শ পণ্যের তালিকা
সবুজ আলো ডেস্ক
9 July 2024 , 10:22:31
টাঙ্গাইলের শাড়ি ও সুন্দরবনের মধুকে ভারত জিআই (ভৌগোলিক নির্দেশক) হিসাবে স্বীকৃতি দেওয়ার পর বাংলাদেশে এ নিয়ে তোড়জোড় বেড়েছে। ইতোমধ্যে ৩১টি পণ্যকে জিআই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। আরও প্রায় ৫শ পণ্য নতুন করে জিআই স্বীকৃতির জন্য তালিকা করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি দিয়ে থাকে। সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।
কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি পণ্য উৎপাদনে অবদান রাখলে সেটিকে ওই দেশের জিআই স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ এই মানের পণ্য, ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন সম্ভব নয়। এতে পণ্যটির স্বকীয়তা প্রতিষ্ঠিত হয়। ওই দেশের পণ্য হিসাবে যা বিশ্ববাজারে পরিচিতি পায় এবং রপ্তানিতে ভালো দাম পাওয়া যায়।
এছাড়াও জিআই পণ্য কোনো দেশ আমদানি করতে চাইলে উৎপাদনকারী দেশকে একটি নির্ধারিত হারে রয়েলটি পরিশোধ করতে হবে। জিআই পণ্য নিয়ে এতদিন বাংলাদেশের কোনো তৎপরতা ছিল না। ভারতের শিল্প মন্ত্রণালয় সম্প্রতি ‘বাংলার টাঙ্গাইল শাড়ি’কে সে দেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেয়। একইভাবে স্বীকৃতি দেওয়া হয় সুন্দরবনের মধুকে।