ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি যাওয়ার পথে বাসটি ছত্রকান্দা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে তল্লাশি চালানো হচ্ছে।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল গণমাধ্যমে বলেন, এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।