Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ঢাকায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
নিউজ ডেস্ক
3 July 2023 , 3:13:01
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত
ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে আজ সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভোর ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার (১ জুলাই) আমাস্টারডাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন এমি। ৩৮ ঘণ্টার বিমানযাত্রা শেষে তিনি ঢাকায় পৌঁছেছেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এমিলিয়ানো চলে যান হোটেলে। সেখানে বিশ্রাম নেয়ার পর দুপুরে তিনি যান ফান্ডেডনেক্সট-এর কার্যালয়ে, যাদের তত্ত্বাবধানে মার্টিনেজ আসছেন ঢাকায়।
সেখানে জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার।
এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন মার্টিনেজ।
বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশে তার প্রায় ১১ ঘণ্টার সফর।
মূলত মার্টিনেজের এই সফর কলকাতাকে কেন্দ্র করে। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। পাশেই বাংলাদেশ বলে বাংলাদেশে সফরের ইচ্ছা পোষণ করেন মার্টিনেজ নিজেই। ফান্ডেডনেক্সটের উদ্যোগে তার ১১ ঘণ্টার জন্য ঢাকায় আসা।