নিউজ ডেস্ক 24 February 2023 , 12:04:00
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইংলিশ ক্রিকেটাররা। এসময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।
এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে সফরকারীরা। আগামী ১ ও ৩ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। এ ছাড়া ৬ মার্চ চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
অন্যদিকে একই ভেন্যুতে ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি। এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মাঠে গড়াবে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি
তারিখ ভেন্যু
১ মার্চ (প্রথম ওয়ানডে) – মিরপুর
৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) – মিরপুর
৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) – চট্টগ্রাম
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি
তারিখ ভেন্যু
০৯ মার্চ (প্রথম টি-২০) — চট্টগ্রাম
১২ মার্চ (দ্বিতীয় টি-২০) — মিরপুর
১৪ মার্চ (তৃতীয় টি-২০) — মিরপুর