Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান বাবুল শেখ
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
13 June 2023 , 10:25:03
সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করলেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে পৌর সদরের পূর্বপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দাস, চৈতন্য, উজ্জ্বল দাস ও নিরেন দাসের বাড়িতে গিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বলেন, অগ্নিকান্ডে চারটি পরিবারের সব কিছু পুড়ে গিয়েছে। মানুষ মানুষের জন্য তাই আমার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে সাধ্যমত সহযোগিতা করেছি। এছাড়া তাদের ঘুরে দাড়াতে সহযোগিতা করবো।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর (১৩ জুন) সাড়ে ১২ টা দিকে পৌর সদরের পূর্ব পাড়ার ৪ টি পরিবারের ৬ টি ঘর আগুনে পুড়ে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ টাকা, টিভি, ফ্রিজ স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায় ।