• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাড়াশে দুর্ঘটনায় আহত শ্রমিকের পাশে আ.লীগ নেতা জেমস

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 1 April 2023 , 10:12:29

    চট্রগ্রাম বন্দরে কাজ করতে গিয়ে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন থাকা শ্রমিক আনিসুরের রহমানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। তিনি নিজে আহত শ্রমিক আনিসুরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন ও আর্থিকভাবে সহযোগীতা করেন।

    আহত শ্রমিক তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের আনারসিদ খানের ছেলে আনিসুর রহমান।

    দুর্ঘটনায় আহত আনিসুর রহমানের বাবা আনারসিদ খান জানান, আমার ছেলে জীবিকা নির্বাহের জন্য চট্রগ্রাম বন্দরে খেজুর খালাসের শ্রমিকের কাজ নেন। দুদিন পুর্বে খেজুরের কার্টুন মাথায় নিয়ে বহনের সময় পা ফসকে পড়ে গিয়ে একটি পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে আওয়ামীলীগ নেতা (তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য) মোনায়েম হোসেন জেমস আমার ছেলেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং আর্থিকভাবে সহযোগীতাও করেন। আমি মোনায়েম হোসেন জেমসের প্রতি কৃতজ্ঞ। তিনি না থাকলে হয়তো আমার ছেলের চিকিৎসা করা সম্ভব হতো না।’

    আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আমার এলাকার মানুষের সুখ-দুঃখের পাশে থাকার এবং সাধ্যমত আর্থিকভাবে সহযোগীতার চেষ্টা করি। আনিসুরের পরিবার ততটা সচ্ছল নয় যে তার সঠিক চিকিৎসা দিবে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও প্রয়োজনে পাশে থাকব ইনশাআল্লাহ।’