• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তিন দিনের সফরে পাবনায় আসছেন রাষ্ট্রপতি

      সবুজ আলো ডেস্ক 20 September 2023 , 10:28:55

    0Shares

    আগামী ২৭ সেপ্টেম্বর ৩ দিনের সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তাঁর দ্বিতীয় সফর। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফর সূচি প্রকাশ করা হয়েছে।

    রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

    বিকেল চারটা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওই দিন সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।

    পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সড়ক পথে সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দিবেন। বিকেল ৪ টায় সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করবেন এবং বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

    এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন।

    বেলা ১১ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে যাত্রা করবেন এবং বেলা ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

    এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, ইতোমধ্যেই রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।