শিক্ষা

তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

  সবুজ আলো ডেস্ক ১১ আগস্ট ২০২৩ , ১০:৪৭:৪৮

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে। আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে এ ৩ বোর্ডের পরীক্ষা শুরু হবে।

আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে এই ৩ বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডগুলোরর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে ৩ দিন ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও রাখা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তবে আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের অনুষ্ঠিত হবে।