Uncategorized

নতুন ৭ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

  সবুজ আলো ডেস্ক 1 March 2024 , 9:07:36

শপথ নিয়েছেন নতুন ৭ প্রতিমন্ত্রী। শুক্রবার (১ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। তারা হলেন- মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ ও মো. নজরুল ইসলাম চৌধুরী। নারী প্রতিমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালের পর থেকেই একে একে বঙ্গভবনে প্রবেশ করেন ডাক পাওয়া সদস্যরা। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য ৭টা নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।