• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলা, নিহত ৫২

      সবুজ আলো ডেস্ক 29 September 2023 , 3:17:16

    0Shares
    ছবি : সংগৃহীত

    পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তানের মাস্তুং জেলায় জুম্মার নামাজ শেষে একটি মসজিদের কাছে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বোমা বিস্ফোরণের পর চারদিকে রক্তমাখা মরদেহ ও জামা-কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ বোমার আঘাতে উড়ে গেছে। নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

    নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি জানিয়েছেন, তার হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে।

    সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। সূত্র : ডন