• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

      সবুজ আলো ডেস্ক 24 December 2022 , 8:23:55

    পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তরবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ  আফ্রিদি।

    তিন সদস্যের এই নির্বাচক কমিটিতে আরও আছেন আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

    পিসিবি জানিয়েছে, আফ্রিদির ভয়ডরহীন ক্রিকেট খেলার ২০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা। শহীদ আফ্রিদিকে এই সিরিজের পরও প্রধান নির্বাচকের দায়িত্বে দেখা যাবে কিনা সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।