পাবনায় নানা আয়োজনে মে দিবস পালিত
সবুজ আলো ডেস্ক
1 May 2024 , 9:48:55
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনায় পালিত হয়েছে মে দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, মোটর শ্রমিক ইউনিয়ন, হকার্স লীগ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। বুধবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার আকবর আলী মুনসী, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা দিবসটি উপলক্ষে সকালে জাতির জনকের প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলীর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, হারিক হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন র্যালী আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সংগঠনের সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, নেতা মো. কামিল হোসেন, সরদার মিঠু আহমেদ প্রমুখ।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ট্রাক পাবনা শাখার নানা কর্মসুচী পালন করে এসব কর্মসূচিতে অংশগ্রহন করে –আহবায়ক মকবুল হোসেন মজিবর রহমান, রেজাউল হক শাজাহান, আমজাদ হোসেন, মমিনূর রহমান, আব্দুলা আলমামুন ও আ. ছামাদ প্রমুখ।