জাতীয়

পাবনার ৯টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে তিন ধাপে

  সবুজ আলো ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৪৪:০৬

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৩৪৪টি উপজেলা পরিষদের তালিকা তুলে ধরে কখন নির্বাচন হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, প্রথম ধাপের আগামী ৪ মে পাবনার সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপে ১১ মে পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে এবং আগামী ১৮ মে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর , খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।