Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
পাবনা কম্পিউটার সমিতির আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ
আর কে আকাশ, পাবনা
21 May 2023 , 11:03:54
পাবনা কম্পিউটার সমিতির আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) পাবনা রিভার ভিউ রিসোর্টে নীতিমালা প্রণয়ন, সদস্যদের বরণ উপলক্ষ্যে এ আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয় ।
পাবনা কম্পিউটার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ. আজিমের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক তারেক শেখ, কার্যকরী সদস্য মো. খায়রুজ্জামান আযম, মঞ্জুর কাদের মঞ্জু প্রমূখ।
বক্তাগণ সংগঠনটিকে সুসংগঠিত করতে সকলের একাত্বতা ও সহযোগীতা প্রত্যাশা করেন।
এছাড়াও সভায় সংগঠনের নীতিমালা অনুসরণের বিষয়ে প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত, পরামর্শ এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা জানিয়ে বক্তব্য দেন।
শেষে পাবনা কম্পিউটার সমিতির নীতিমালা প্রণয়ন, সমিতির সদস্যদের মাঝে ফুল দিয়ে বরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।