পাবনা

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : ১৩ জুন ২০২৪ , ১০:০৫:৫৮

পাবনার ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হয়।

বালক গ্রুপে খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়।অপরদিকে বালিকা গ্রুপে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মশিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে ৩-১ গোলে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ।উভয় দলকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করতে হবে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ।