• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    বড়াইগ্রামে গরু বোঝাই নসিমন উল্টে চালক নিহত

      সবুজ আলো অনলাইন 19 January 2023 , 7:24:38

    নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমন উল্টে চালক জাকির হোসেন (৩০) নিহত। এসময় নসিমন থাকা  ৯ যাত্রী আহত হয় । বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আইরমাড়ি ব্রীজ এলাকায় তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চালক জাকির হোসেন উপজেলার উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

    নসিমন যাত্রী আব্দুল কুদ্দুস বলেন, সকালে ১৪টি গরু নিয়ে তিনিসহ আরো নয়জন সিরাজগঞ্জের নওগাঁ হাটে যাচ্ছিলেন। পথে আইরমাড়ি তেল পাম্প এলকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চাপা পড়ে। আহত অবস্থায় সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক জাকির হোসেনকে মৃত ঘোষনা করে।

    বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, নিজের গাড়ী নিজেই উল্টে গিয়ে নিহত হয়েছেন। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।