দেশজুড়ে

বড়াইগ্রামে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  নিউজ ডেস্ক ১১ জানুয়ারি ২০২৪ , ১১:১৩:০৬

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ওমর ফারুক (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার চৌপাকিয়া গ্ৰামের দরুদ জামানের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে আসা একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এর পেছনেই ছিল মোটরসাইকেল। বাসটিকে ধাক্কা দিলে বাসটি পুরোপুরি ঘুরে যায় বিপরীত দিকে। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে করে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ওমর ফারুক নিহত হয়।

ঘটনার পর বাস এবং ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ বাস এবং ট্রাকটি জব্দ করেছে।