• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 20 July 2023 , 8:48:02

    পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা।

    আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে পৌরশহরের বকুলতলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ,আবু সাঈদ,আনসার আলী, রওশন আলী,মোহাম্মদ আনিসুর রহমান,মাদরাসা সুপার খাইরুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

    মানববন্ধনে, বাড়িভাড়া, উৎসবভাতা, চিকিৎসা ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার নানা বৈষম্য তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানানো হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে।