Uncategorized

ভাঙ্গুড়ায় জাতীয় গণহত্যা দিবস পালন 

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 25 March 2024 , 6:20:53

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মো. আরাফাত হোসেন।

পাবনার ভাঙ্গুড়ায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিয়া আক্তার রোজি, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, থানার এসআই আকরামুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি প্রমুখ।

পরে ২৫ মার্চ কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।