• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

      অনলাইন ডেস্ক 31 December 2022 , 3:26:41

    নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী স্টেশন মাস্টার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৭), একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) ও একই গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩২)।

    শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নারায়ণপুর সিগন্যাল এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    জানা গেছে, গোপালপুর পৌরসভাস্থ গোপালপুর রেলগেট থেকে ২শ’ গজ পশ্চিমে দু’টি ট্রেন ক্রসিং করার সময় একটি ট্রেন পার হয়ে অপর এক লাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পেছন দিক থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।