Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
২০২৪ সালের জন্য হজের কোটা ঘোষণা
নিউজ ডেস্ক
22 September 2023 , 10:15:18
২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার। কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে মক্কায় যেতে পারবেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।
এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন।