দেশজুড়ে

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ মন্ত্রী

  নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫৮:৩৯

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশ করা হবে। নীতিমালা তৈরী হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তা করা সম্ভব হবে না। তবে মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে বাগমারায় পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান উপস্থিত ছিলেন।