আন্তর্জাতিক

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান 

  সবুজ আলো ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৩ , ৬:৩৩:৫৮

প্রতীকী ছবি

জাপানের কুড়িল দ্বীপে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।

জাপানের জাতীয় সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে দ্বীপটিতে এই কম্পন অনুভূত হয়।

এনসিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, কয়েক মিনিটের ব্যবধানে জাপানের উপকূলে ৬.৫ এবং ৫.০ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানায়, ৬.৫ মাত্রার প্রথম ভূমিকম্পটি দুপুর ২টা ৪৫ মিনিটে আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব উপকূলে এবং ৩টা ৭ মিনিটে ৫.০ মাত্রার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়।