• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ৪১তম বিসিএসের ফল প্রকাশ

      নিউজ ডেস্ক 3 August 2023 , 10:14:56

    ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে দুই হাজার ৫২০ জনকে।

    বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

    কোন ক্যাডারে কতজন

    ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, আনসার ক্যাডারে ২৩ জন, নিরীক্ষা ও হিসাবে ২৫ জন, সমবায়ে ৪ জন, শুল্ক ও আবগারিতে ২৩ জন, পরিবার পরিকল্পনাতে ১৭৩ জন, খাদ্যে ৬ জন, পররাষ্ট্রে ২৫ জন, তথ্য ক্যাডারে ৩৮ জন, পুলিশে ১০০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। একইসঙ্গে বিসিএস (কর) ক্যাডারে ৬০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

    এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি আবেদন পড়েছিল। এর মধ্য থেকে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। তবে এর মধ্যে ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গরমিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে গত ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

    ফল দেখতে এখানে ক্লিক করুন